বগুড়ার ধুনট উপজেলায় স্কুলশিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (৪৮) নামে এক বখাটের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার রাত ৮টায় ভুক্তভোগী ওই শিক্ষিকা বাদী হয়ে নুরুল ইসলামের নামে থানায় এ মামলা দায়ের করেন। নুরুল ইসলাম উপজেলার বেলকুচি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি করেন। বাড়ি থেকে বিদ্যালয়ে যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে গালিগালাজসহ কুরুচিপূর্ণ ইঙ্গিত করে আসছিল নুরুল ইসলাম।
এই পরিস্থিতিতে ৫ মার্চ বিকেল পৌনে ৪টায় নুরুল ইসলামের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় শিক্ষিকাকে অশ্লীল অঙ্গভঙ্গি করাসহ কুরুচিপূর্ণ উক্তি করতে থাকে সে। এ সময় শিক্ষিকা নিজের মোবাইল ফোনে নুরুল ইসলামের অশ্লীল অঙ্গভঙ্গির আংশিক দৃশ্য ভিডিও ধারণ করেন। এতে নুরুল ইসলাম ক্ষুব্ধ হয়ে ওঠে।
একপর্যায়ে, ওই দিন রাত সোয়া ১০টায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দোকান থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা চালায় নুরুল ইসলাম। এ সময় শিক্ষিকার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছালে নুরুল ইসলাম কৌশলে সটকে পড়ে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই স্বপন মিয়া বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”