“দুর্যোগের পূর্বাভাস, প্রস্তুতি—বাঁচায় প্রাণ, ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
সোমবার সকাল ১১টায় ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিস্টফার হিমেল রিছিল।
ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা এস. এম. ফেরদৌস আলম, ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম, সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক শরিফুল ইসলাম খোকন, শিক্ষক আশরাফ আল