বগুড়ার ধুনট উপজেলায় রবিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অ্যান্ড আর.জি. কোম্পানির আয়োজনে পাওয়ার টিলার ও শ্যালো মেশিন ফিডার মিস্ত্রিদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় ধুনট বাজারের বাসস্ট্যান্ড এলাকায় রবিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনির্বাহী সদস্য ও ধুনট পৌর যুবদলের আহ্বায়ক আবু তালহা শামীম খান। সভাপতিত্ব করেন প্রবীণ ব্যবসায়ী ভুলু মণ্ডল।
রবিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অ্যান্ড আর.জি. কোম্পানির পরিচালক রবিউল হাসান রবিনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন ব্যবসায়ী জয়নাল আবেদীন, রেজাউল করিম, ফিডার মিস্ত্রি আব্দুল হামিদ বাদশাহ, বাসুদেব, আব্দুস সাত্তার, ইসরাফিল হাসান ও আব্দুল গফুর।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ফিডার মিস্ত্রি মোকবুল হোসেনকে সভাপতি, বজলুর রশিদ বাচ্চুকে সাধারণ সম্পাদক ও মিজানুর রহমান মোল্লাকে কোষাধ্যক্ষ করে তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়। নতুন কমিটির নেতৃবৃন্দকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়।