বগুড়ার ধুনট উপজেলা জামায়াতের আয়োজনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর ধুনট কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের প্রধান ফটক থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আমিনুল ইসলাম। ধুনট উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল করিমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা আব্দুল ওয়াহাব, মাওলানা আব্দুল কাশেম, খলিলুর রহমান, তরিকুল ইসলাম ও তারিকুল ইসলাম প্রমুখ।