বগুড়ার ধুনটে গ্রীন টাচ মাল্টিমিডিয়া পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় ধুনট বাজারের বাসস্ট্যান্ড এলাকায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। সভাপতিত্ব করেন গ্রীন টাচ মাল্টিমিডিয়া পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রউফ বকুল।গ্রীন টাচ মাল্টিমিডিয়া পাবলিক স্কুলের পরিচালক রকিবুল হাসান বিদ্যুৎ ও আইএএম ফয়জুল করিম খালিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ধুনট প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, যুগ্ম সম্পাদক প্রভাষক জাহিদুল ইসলাম, সাংবাদিক বাবুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল লতিফ খান, সালাহউদ্দিন ও বিপ্লব কুমার সাহা।