ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা পুনরায় সভাপতি ও ভাণ্ডারবাড়ী ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিকী পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে বেড়েরবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানাউল্লাহ ও সাংগঠনিক সম্পাদক পদে নাটাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাদী নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটে চারটি পদে নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ৭ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে।
সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন গোসাইবাড়ী এ.এ. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম, বগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, জলশুকা মোজাহার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজিনা খাতুন ও বেড়েরবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানাউল্লাহ।