বগুড়ার ধুনট প্রেসক্লাব চত্বর বকুলতলা এলাকার বাসীর জন্য যুদ্ধকালীন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতিউরের ব্যক্তিগত অর্থায়নে এবং জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য রেজাউল করিম বাচ্চুর সার্বিক সহযোগিতায় একটি টিউবওয়েল প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় ধুনট বাজারের চা বিক্রেতা আবুল ফজলের দায়িত্বে এ টিউবওয়েল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ঠান্ডু, আব্দুর রশিদ, আলহাজ্ব আব্দুর রাজ্জাক সরকার, আব্বাস আলী এবং ধুনট ইউনিয়নের পুরোহিত (ঠাকুর) অশোক কুমার চক্রবর্তী।