১০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, অফিস সহকারী গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা মামলায় গোলাম রব্বানী (৫৮) নামে এক অফিস সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার খাটিয়ামারি আজিরন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মহিশুরা গ্রামের আব্দুল কুদ্দুস তালুকদারের ছেলে এবং খাটিয়ামারি আজিরন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী।

মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় সংঘবদ্ধ হয়ে শহরের শহীদ মিনার চত্বরে উপস্থিত হন। তারা “জয় বাংলা” স্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকেন। এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার লোকজন তাদের বাধা দেন। তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।

এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন সেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গোলাম রব্বানীকে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, গ্রেপ্তারকৃত গোলাম রব্বানীকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, অফিস সহকারী গ্রেপ্তার

০৯:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা মামলায় গোলাম রব্বানী (৫৮) নামে এক অফিস সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার খাটিয়ামারি আজিরন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মহিশুরা গ্রামের আব্দুল কুদ্দুস তালুকদারের ছেলে এবং খাটিয়ামারি আজিরন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী।

মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় সংঘবদ্ধ হয়ে শহরের শহীদ মিনার চত্বরে উপস্থিত হন। তারা “জয় বাংলা” স্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকেন। এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার লোকজন তাদের বাধা দেন। তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।

এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন সেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গোলাম রব্বানীকে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, গ্রেপ্তারকৃত গোলাম রব্বানীকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।