বগুড়ার ধুনট উপজেলা শ্রমিকদলের আংশিক নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে বনি আমিনকে সভাপতি ও আশাদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়।
শনিবার বিকেল ৪টায় বগুড়া জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শাহাদত হোসেন (সিনিয়র সহ-সভাপতি), এস. এম. সুজন আহম্মেদ ও শামীম-উর-রহমান (শামীম) (যুগ্ম সম্পাদক), এবং স্বপন ইসলাম (সাংগঠনিক সম্পাদক)।
আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির নিকট জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।