বগুড়ার ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল। ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চলের সঞ্চালনায় সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন ব্যবসায়ী হুমায়ুন কবির, বেলাল হোসেন, আনোয়ার হোসেন, আবু তালহা শামীম খান, আরিফ খান, মাসুদ রানা, নজরুল ইসলাম, মুনজিল হোসেন, আব্দুস সাত্তার ও রমজান আলী।