বগুড়ার ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলতি বছর বিদ্যালয়টি থেকে ১৯২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিস্টফার হিলেম রিছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোলায়মান আলী, আশুতোষ মহন্ত, শংকর কুমার ঘোষ, ফাহিমা সুলতানা, শিক্ষার্থী আয়শা সিদ্দিকা, রীতি মণি, ইসফাকুর রহমান, নুজহাত তাবাসসুম দিনা ও তাজরিয়ান মেহেক।