বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে করা মামলায় আব্দুস সালাম (৪৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুর ২টায় ধুনট শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুস সালাম উপজেলার সুলতানহাটা গ্রামের মোস্তা মিয়ার ছেলে ও পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান। তিনি উপজেলার চিকাশি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে দলীয় কার্যালয়ে ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মীসভা করছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির কর্মীসভায় ককটেল হামলা চালায়। হামলাকারীরা বিএনপির কার্যালয় ও কার্যালয়ে রক্ষিত চেয়ার-টেবিল ভাঙচুর করে।
এ ঘটনায় ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি আব্দুস সালাম।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, এ মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।