আগামী ১৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির জনসভা সফল করার লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ধুনট উপজেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বাদশার সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহমেদ পাশা।
ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চলের সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, বিএনপি নেতা কবির তালুকদার, ওসমান গণি, রেজাউল করিম দুলাল, বাদশা, সোলায়মান আলী সরকার, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সিদ্দিক হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আল মামুন, মহসীন আলী, আইয়ুব আলী, জিএম সম্রাট, যুবদল নেতা মোহাম্মদ আলী জন, ইয়াকুব আলী, মহিলা দল নেত্রী সারমিনি সুলতানা দীপ্তি, ফেরদৌসি খাতুন, শ্রমিকদল নেতা শাহাদত হোসেন, রুহুল আমিন, ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান ও তাঁতীদল নেতা আব্দুল আলীম।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদ মাহমুদ সুমন, বিএনপি নেতা মোশারফ হোসেন, শফিকুল ইসলাম শফি, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, যুবদল নেতা রফিকুল ইসলাম, আব্দুল হান্নান, বিপুল হাসান, রাজু আহমেদ, সুমন, শ্রমিকদল নেতা বনি আমিন, দুলাল শেখ, স্বেচ্ছাসেবকদল নেতা রানা, মহিলা দল নেত্রী স্বপ্না খাতুন, মৎস্যজীবী দল নেতা রনজু আহমেদ, ছাত্রদল নেতা জিয়া, শাহাদত হোসেন ও জুয়েল রানা প্রমুখ।