আগামী ১৮ ফেব্রুয়ারি তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা তাঁতীদলের কর্মসূচিকে সফল করার লক্ষ্যে বগুড়ার ধুনটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ধুনট উপজেলা তাঁতীদলের আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা তাঁতীদলের সভাপতি আমিনুল ইসলাম পাঠান।
ধুনট উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক আব্দুল আলীমের সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মিঠু প্রামাণিক, তাঁতীদল নেতা জান্নাত আলী, রিপন সরকার, বাদশাহ মণ্ডল, মহসীন আলী, দুলাল হোসেন, শাহ জামাল, জিয়াউর রহমান, সাইদুর রহমান, শরিফ উদ্দিন, রবিউল ইসলাম, সাইদুল ইসলাম, মোহাব্বত আলী, সুরুজ মিয়া, ইকবাল হোসেন রুবেল ও জাসাস নেতা মাসুদ রানা।