বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে ১০টি নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি পরিপত্র প্রকাশ করা হয়।
নতুন নির্দেশনায় টিকিটের দাম স্বচ্ছ রাখা, অতিরিক্ত মূল্য আদায় বন্ধ করা, গ্রুপ বুকিংয়ের অনিয়ম প্রতিরোধ এবং প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ভাড়ার ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— টিকিট বুকিংয়ের সময় যাত্রীর সঠিক তথ্য নিশ্চিত করা, গ্রুপ-বুকিং টিকিট দ্রুত বিক্রি নিশ্চিত করা, টিকিটের দাম অনলাইনে প্রকাশ করা, অনুমোদিত ভাড়ার চেয়ে বেশি দামে বিক্রি বন্ধ করা এবং ট্রাভেল এজেন্সিগুলোর নিয়ম মেনে ব্যবসা পরিচালনার বাধ্যবাধকতা।
এছাড়া, মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াগামী শ্রমিকদের জন্য বিশেষ বিমানভাড়া নির্ধারণ এবং অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রি নিষিদ্ধ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
এ পদক্ষেপের ফলে সাধারণ যাত্রীদের স্বার্থ সংরক্ষণ হবে এবং বাজারে বিমান টিকিটের মূল্য স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।