০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে ৩১ দফা নিশ্চিত করা হবে – হারেজ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান হারেজ বলেছেন, বিএনপি রাষ্ট্র সংস্কারে যে ৩১ দফা দিয়েছে, সেখানে কৃষকদের উন্নয়নের ব্যাপারে সুস্পষ্টভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে ৩১ দফায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, তা নিশ্চিত করা হবে। কৃষকের উৎপাদিত কৃষিপণ্যের বিপরীতে বীমা সুবিধা চালু করবে বিএনপি। এর ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা অন্য কোনো কারণে ফসল নষ্ট হলেও কৃষককে পথে বসতে হবে না।

সোমবার বিকেলে ধুনট উপজেলার এমপিএসটি উচ্চ বিদ্যালয় মাঠে মথুরাপুর ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে ও যুবদল নেতা বুলবুল আহম্মেদ রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন—পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান ফিরোজ, বিএনপি নেতা জেল হোসেন ঠান্ডু, আবুল কালাম আজাদ দুলাল, আমজাদ হোসেন, আফছার আলী, মাহফুজার রহমান শাহ আলী, যুবদল নেতা জুয়েল রানা, আবির হোসেন, এনামুল হক, ছাত্রদল নেতা জাকির হাসান, মিলন মিয়া, হাসান আহমেদ দোয়েল, কৃষক মোহাব্বত আলী, এশারত আলী, গোলাম রব্বানী ও শাখায়ত হোসেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে ৩১ দফা নিশ্চিত করা হবে – হারেজ

০৭:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান হারেজ বলেছেন, বিএনপি রাষ্ট্র সংস্কারে যে ৩১ দফা দিয়েছে, সেখানে কৃষকদের উন্নয়নের ব্যাপারে সুস্পষ্টভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে ৩১ দফায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, তা নিশ্চিত করা হবে। কৃষকের উৎপাদিত কৃষিপণ্যের বিপরীতে বীমা সুবিধা চালু করবে বিএনপি। এর ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা অন্য কোনো কারণে ফসল নষ্ট হলেও কৃষককে পথে বসতে হবে না।

সোমবার বিকেলে ধুনট উপজেলার এমপিএসটি উচ্চ বিদ্যালয় মাঠে মথুরাপুর ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে ও যুবদল নেতা বুলবুল আহম্মেদ রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন—পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান ফিরোজ, বিএনপি নেতা জেল হোসেন ঠান্ডু, আবুল কালাম আজাদ দুলাল, আমজাদ হোসেন, আফছার আলী, মাহফুজার রহমান শাহ আলী, যুবদল নেতা জুয়েল রানা, আবির হোসেন, এনামুল হক, ছাত্রদল নেতা জাকির হাসান, মিলন মিয়া, হাসান আহমেদ দোয়েল, কৃষক মোহাব্বত আলী, এশারত আলী, গোলাম রব্বানী ও শাখায়ত হোসেন।