০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

রাবিতে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেলেন ১০ সাংবাদিক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাস সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন সাংবাদিককে ‘রাবিসাস অ্যালামনাই বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩-২৪’ প্রদান করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও নগদ অর্থ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)-এর সদস্যদের মধ্যে ক্যাম্পাস সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য প্রথম স্থান অর্জন করেছেন দৈনিক দেশ রূপান্তর-এর নোমান ইমতিয়াজ। যৌথভাবে দ্বিতীয় হয়েছেন প্রথম আলো-এর সাজিদ হোসেন ও খবরের কাগজ-এর সিরাজুল ইসলাম সুমন, আর যৌথভাবে তৃতীয় হয়েছেন আজকের পত্রিকা-এর রিপন চন্দ্র রায় ও সমকাল-এর অর্পণ ধর।

এছাড়া, বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন কালবেলা-এর সাজ্জাদ হোসেন, দৈনিক বাংলা-এর আসিফ আজাদ সিয়াম, কালের কণ্ঠ-এর মাহবুব হাসান, প্রতিদিনের বাংলাদেশ-এর শাকিবুল হাসান ও সাম্প্রতিক দেশকালের জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। সম্মানিত অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান, রাবিসাসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বুলবুল ও প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক আহমদ সফিউদ্দিন। সভাপতিত্ব করেন রাবিসাস অ্যালামনাই-এর সভাপতি কে এম শহীদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “গণতন্ত্রের জন্য সাংবাদিকতা গুরুত্বপূর্ণ। তবে সাংবাদিকদের মাঠের বাস্তবতার সাথে মিল রেখে কাজ করতে হবে এবং অতীতের ভুলগুলো সংশোধন করা উচিত।”

উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, “গণমাধ্যম সমাজকে সচেতন করে, তবে তাদের নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। পক্ষপাতদুষ্ট সাংবাদিকতা জনগণের আস্থা কমিয়ে দিতে পারে।”

অনুষ্ঠানে সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাহমিদা নাসরিন কনক। স্বাগত বক্তব্য দেন রাবিসাস অ্যালামনাই-এর সাধারণ সম্পাদক রব মজুমদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাবিসাসের প্রতিষ্ঠাতা ও বর্তমান সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

রাবিতে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেলেন ১০ সাংবাদিক

০৭:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাস সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন সাংবাদিককে ‘রাবিসাস অ্যালামনাই বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩-২৪’ প্রদান করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও নগদ অর্থ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)-এর সদস্যদের মধ্যে ক্যাম্পাস সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য প্রথম স্থান অর্জন করেছেন দৈনিক দেশ রূপান্তর-এর নোমান ইমতিয়াজ। যৌথভাবে দ্বিতীয় হয়েছেন প্রথম আলো-এর সাজিদ হোসেন ও খবরের কাগজ-এর সিরাজুল ইসলাম সুমন, আর যৌথভাবে তৃতীয় হয়েছেন আজকের পত্রিকা-এর রিপন চন্দ্র রায় ও সমকাল-এর অর্পণ ধর।

এছাড়া, বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন কালবেলা-এর সাজ্জাদ হোসেন, দৈনিক বাংলা-এর আসিফ আজাদ সিয়াম, কালের কণ্ঠ-এর মাহবুব হাসান, প্রতিদিনের বাংলাদেশ-এর শাকিবুল হাসান ও সাম্প্রতিক দেশকালের জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। সম্মানিত অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান, রাবিসাসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বুলবুল ও প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক আহমদ সফিউদ্দিন। সভাপতিত্ব করেন রাবিসাস অ্যালামনাই-এর সভাপতি কে এম শহীদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “গণতন্ত্রের জন্য সাংবাদিকতা গুরুত্বপূর্ণ। তবে সাংবাদিকদের মাঠের বাস্তবতার সাথে মিল রেখে কাজ করতে হবে এবং অতীতের ভুলগুলো সংশোধন করা উচিত।”

উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, “গণমাধ্যম সমাজকে সচেতন করে, তবে তাদের নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। পক্ষপাতদুষ্ট সাংবাদিকতা জনগণের আস্থা কমিয়ে দিতে পারে।”

অনুষ্ঠানে সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাহমিদা নাসরিন কনক। স্বাগত বক্তব্য দেন রাবিসাস অ্যালামনাই-এর সাধারণ সম্পাদক রব মজুমদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাবিসাসের প্রতিষ্ঠাতা ও বর্তমান সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।