০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ধুনটে প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল শিক্ষার্থীরা

বগুড়ার ধুনটে এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ বঞ্চিত বিএনপি নেতার পক্ষে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

রোববার সকাল ৯টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা লাগায়। এ সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ১০টায় প্রধান শিক্ষকের কার্যালয়ের তালা খোলার ব্যবস্থা করে। পরে এ ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে সমঝোতার বৈঠক চলে। উক্ত কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে সালমি হাসান, রিয়াদ হোসেন, রাজু আহম্মেদ, নিরব হাসান, কাওসার হোসেন, সুমন মাহমুদ ও রিমু আক্তার অংশগ্রহণ করে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের জন্য ৯ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে ৩ জনের নাম প্রস্তাব করেন প্রধান শিক্ষক। এর মধ্যে এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, এলাঙ্গী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মমিন ও ইউনিয়ন জামায়াতের নেতা আইউব আলী। এ অবস্থায় ২৬ জানুয়ারি জেলা প্রশাসকের সই করা একটি পত্রে এলাঙ্গী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মমিনকে ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি নেতা নাজমুল হক ও তার সমর্থকরা। একপর্যায়ে রোববার সকালে নাজমুল হকের পক্ষে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

এ বিষয়ে বিএনপি নেতা নাজমুল হক বলেন, এলাকার শিক্ষানুরাগী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মিলে সিদ্ধান্ত নিয়ে সভাপতি পদের জন্য প্রধান শিক্ষক আমার নাম প্রস্তাব করেন। পরবর্তীতে কৌশলে আমার নাম বাদ দিয়ে আব্দুল মমিনকে সভাপতি মনোনীত করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রউফ বলেন, বিদ্যালয়ের সভাপতি পদে নাজমুল হকের নাম এক নম্বরে রেখে প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু জেলা প্রশাসনের কার্যালয় থেকে এক নম্বরে আব্দুল মমিনের নাম মনোনীত করা হয়েছে। তবে এখানে আমার কোনো হাত ছিল না।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তালা খোলার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল শিক্ষার্থীরা

০৭:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

বগুড়ার ধুনটে এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ বঞ্চিত বিএনপি নেতার পক্ষে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

রোববার সকাল ৯টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা লাগায়। এ সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ১০টায় প্রধান শিক্ষকের কার্যালয়ের তালা খোলার ব্যবস্থা করে। পরে এ ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে সমঝোতার বৈঠক চলে। উক্ত কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে সালমি হাসান, রিয়াদ হোসেন, রাজু আহম্মেদ, নিরব হাসান, কাওসার হোসেন, সুমন মাহমুদ ও রিমু আক্তার অংশগ্রহণ করে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের জন্য ৯ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে ৩ জনের নাম প্রস্তাব করেন প্রধান শিক্ষক। এর মধ্যে এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, এলাঙ্গী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মমিন ও ইউনিয়ন জামায়াতের নেতা আইউব আলী। এ অবস্থায় ২৬ জানুয়ারি জেলা প্রশাসকের সই করা একটি পত্রে এলাঙ্গী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মমিনকে ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি নেতা নাজমুল হক ও তার সমর্থকরা। একপর্যায়ে রোববার সকালে নাজমুল হকের পক্ষে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

এ বিষয়ে বিএনপি নেতা নাজমুল হক বলেন, এলাকার শিক্ষানুরাগী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মিলে সিদ্ধান্ত নিয়ে সভাপতি পদের জন্য প্রধান শিক্ষক আমার নাম প্রস্তাব করেন। পরবর্তীতে কৌশলে আমার নাম বাদ দিয়ে আব্দুল মমিনকে সভাপতি মনোনীত করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রউফ বলেন, বিদ্যালয়ের সভাপতি পদে নাজমুল হকের নাম এক নম্বরে রেখে প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু জেলা প্রশাসনের কার্যালয় থেকে এক নম্বরে আব্দুল মমিনের নাম মনোনীত করা হয়েছে। তবে এখানে আমার কোনো হাত ছিল না।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তালা খোলার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।