০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচারে আ.লীগ ও ভারতীয় মিডিয়া জড়িত: শফিকুল আলম

আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে এবং এতে ভারতীয় মিডিয়াও সম্পৃক্ত বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘দ্রোহের গ্রাফিতি: ২৪-এর গণঅভ্যুত্থান’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এসব মন্তব্য করেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আওয়ামী লীগ ও তাদের মিত্ররা বাংলাদেশের ন্যারেটিভকে চ্যালেঞ্জ করতে চায়। তারা ভিত্তিহীন দাবি করছে যে, তিন হাজার পুলিশ নিহত হয়েছে এবং অধ্যাপক ইউনূসকে জঙ্গি নেতা হিসেবে তুলে ধরছে। এটি সুপরিকল্পিত অপপ্রচার, যেখানে ভারতীয় মিডিয়ার সংশ্লিষ্টতা রয়েছে।”

তিনি আরও বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ইতিহাস বিকৃত করেছে। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ নিয়ে কোনো গবেষণা হয়নি, বরং ইতিহাসকে মুছে নতুন বয়ান চাপানোর চেষ্টা করা হয়েছে। রক্ষীবাহিনীর হাতে ৩০ হাজার মানুষের মৃত্যু, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং হাজারো গুম-খুনের ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে।”

শেখ হাসিনা সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার এবং সাড়ে তিন হাজার মানুষ গুমের অভিযোগ তুলে তিনি বলেন, “আমাদের দায়িত্ব হলো গবেষণার মাধ্যমে এই ভয়াবহ সত্য জনগণের সামনে তুলে ধরা। প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেমিনার করা হবে এবং অন্যায়-অবিচারের চিত্র দেয়ালে তুলে ধরা হবে, যাতে স্বৈরাচার আর ফিরে আসতে না পারে।”

তিনি আরও বলেন, “বিপ্লব কেবল জুলাই-আগস্টের ২১ দিনের নয়, এটি ১৫ বছরের লড়াই। সামনের দিনগুলোতেও সংগ্রাম চালিয়ে যেতে হবে, যেন নির্যাতনকারী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। এছাড়া সাংবাদিক কাদের গণি চৌধুরী ও সৈয়দ আবদাল আহমেদসহ অনেকে বক্তব্য দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচারে আ.লীগ ও ভারতীয় মিডিয়া জড়িত: শফিকুল আলম

০৬:৪৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে এবং এতে ভারতীয় মিডিয়াও সম্পৃক্ত বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘দ্রোহের গ্রাফিতি: ২৪-এর গণঅভ্যুত্থান’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এসব মন্তব্য করেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আওয়ামী লীগ ও তাদের মিত্ররা বাংলাদেশের ন্যারেটিভকে চ্যালেঞ্জ করতে চায়। তারা ভিত্তিহীন দাবি করছে যে, তিন হাজার পুলিশ নিহত হয়েছে এবং অধ্যাপক ইউনূসকে জঙ্গি নেতা হিসেবে তুলে ধরছে। এটি সুপরিকল্পিত অপপ্রচার, যেখানে ভারতীয় মিডিয়ার সংশ্লিষ্টতা রয়েছে।”

তিনি আরও বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ইতিহাস বিকৃত করেছে। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ নিয়ে কোনো গবেষণা হয়নি, বরং ইতিহাসকে মুছে নতুন বয়ান চাপানোর চেষ্টা করা হয়েছে। রক্ষীবাহিনীর হাতে ৩০ হাজার মানুষের মৃত্যু, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং হাজারো গুম-খুনের ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে।”

শেখ হাসিনা সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার এবং সাড়ে তিন হাজার মানুষ গুমের অভিযোগ তুলে তিনি বলেন, “আমাদের দায়িত্ব হলো গবেষণার মাধ্যমে এই ভয়াবহ সত্য জনগণের সামনে তুলে ধরা। প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেমিনার করা হবে এবং অন্যায়-অবিচারের চিত্র দেয়ালে তুলে ধরা হবে, যাতে স্বৈরাচার আর ফিরে আসতে না পারে।”

তিনি আরও বলেন, “বিপ্লব কেবল জুলাই-আগস্টের ২১ দিনের নয়, এটি ১৫ বছরের লড়াই। সামনের দিনগুলোতেও সংগ্রাম চালিয়ে যেতে হবে, যেন নির্যাতনকারী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। এছাড়া সাংবাদিক কাদের গণি চৌধুরী ও সৈয়দ আবদাল আহমেদসহ অনেকে বক্তব্য দেন।