বগুড়ার ধুনটে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমন্বয়কারী ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের সাথে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের পরিচালক এ.কে.এম. তারিকুল আলম।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন গ্রাম আদালতের জেলা ব্যবস্থাপক আহসান হাবিব, ধুনট উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী বিশ্বজিৎ কুমার, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর জাহিদুল ইসলাম, শাহাদত হোসেন, আল-আমিন, সুইটি বালা, হাবিবুর রহমান, মানিক মিয়া, সঞ্জয় কুমার দেবনাথ ও সাইফুল ইসলাম।
এরপর প্রধান অতিথি ধুনট ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামানসহ ইউপি সদস্যগণ।