বগুড়ার ধুনটে প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকাকে (২১) ধর্ষণের অভিযোগে করা মামলায় তার প্রেমিক ইনজামুল হক জিহাদকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরের পর উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকরি গ্রামে প্রেমিকার মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইনজামুল হক জিহাদ সিরাজগঞ্জ সদরের একডালা ইউনিয়নের মহিষামুড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার সাতটিকরি গ্রামের এক কৃষকের স্বামী পরিত্যক্তা মেয়ের সাথে প্রায় ৬ মাস আগে ইনজামুল হকের সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পরিচয় হয়। পরিচয়ে সূত্র থেকে তাদের গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় মঙ্গলবার সকালে ইনজামুল হক প্রেমিকার সাথে দেখা করতে সাতটিকরি গ্রামে আসে। এ সময় মেয়েটি তার প্রেমিক ইনজামুল হককে সাতটিকরি মামার বাড়িতে নিয়ে যায়। ওই সময় মামার বাড়িতে কোন লোকজন ছিলনা।
এ সুযোগে মামার ঘরের ভেতর বসে প্রেম বিনিময়ের এক পর্যায়ে মেয়েটিকে ধর্ষণ করে ইনজামুল হক। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে ইনজামুল হককে আটক করে একদিন পর বুধবার থানায় খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইনজামুল হককে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটি বাদি হয়ে বুধবার ইনজামুল হক জিহাদের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইনজামুল হক জিহাদকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।