বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে বগুড়ার ধুনট পৌর মৎস্যজীবী দলের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আলহাজ্ব ময়নুল হক বকুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল। সভাপতিত্ব করেন পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোস্তাফিজুর রহমান।
পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপির সহ-সভাপতি ছানোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মুনজিল হোসেন, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর রঞ্জু, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নূর আলম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, যুবদল নেতা সোহেল রানা, ছাত্রদল নেতা আলম হাসান ও মৎস্যজীবী দল নেতা আব্দুর রাজ্জাক।