বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে তারুণ্য উৎসব উদ্যাপন উপলক্ষে কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিস্টফার হিমেল রিছিল।
ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধুনট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক কর্মকর্তা আনোয়ারা বেগম, কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক সুবন্যা খাতুন, শিক্ষার্থী মাইশা খাতুন, রিমি আক্তার, মনি সাহা ও যুথী সাহা।