ছাত্রলীগের বিরুদ্ধে বগুড়ার ধুনটে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। শনিবার দুপুর ১২টায় মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
মিছিল শেষে উপজেলা ছাত্রদল নেতা আলম হাসানের সঞ্চালনায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ধুনট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সদস্য ও ধুনট পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন, উপজেলা ছাত্রদল নেতা রাসেল মাহমুদ, এ কে মিনু, রবিউল ইসলাম রতন, মিথন ইসলাম, হাসান মাহমুদ অপূর্ব এবং ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের মিলন মিয়া ও বোরহান হাসান।
এছাড়া ধুনট পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখার ছাত্রদল নেতাদের মধ্যে সোহাগ আহমেদ, রায়হান আহমেদ, শাকিল আহমেদ, কাওছার মণ্ডল সিজান, হাসান মাহমুদ দোয়েল, সিয়াম আহমেদ, সিরাজুল ইসলাম, তাহাজ্জেল হোসেন, মাসুম আহমেদ, আরাফাত হোসেন, সাদমান, আব্দুল্লাহ আল-সামি, নিলয় সাগর, জাকিরুল ইসলাম, সোহেল রানা এবং জুনায়েদ আহমেদ উপস্থিত ছিলেন।