বগুড়ার ধুনট উপজেলায় রূপালী ব্যাংক পিএলসি গোসাইবাড়ী শাখার প্রিন্সিপাল অফিসার হেলালুর রহমানের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় অত্র ব্যাংকের গোসাইবাড়ি শাখা কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে রূপালী ব্যাংক পিএলনি গোসাইবাড়ি শাখা ব্যবস্থাপক রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ও দ্বিতীয় কর্মকর্তা আতাউল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন অত্র শাখার কর্মকর্তা সাজেদুল ইসলাম, বরকত উল্লাহ, তালাত ওয়াসিম ও ইমরান আলী।
এ সময় অত্র শাখার সম্মানিত গ্রাহক, বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ, রূপালী ব্যাংক গোসাইবাড়ী শাখার প্রিন্সিপাল অফিসার হেলালুর রহমান বদলি হয়ে বগুড়া জোনাল অফিসে যোগদান করেন।