নারায়ণগঞ্জের রূপগঞ্জে আড়ত দখল ও প্রভাব বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় এই সংঘর্ষে গুলিবর্ষণ, ইটপাটকেল নিক্ষেপ, গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সংঘর্ষে রাফি আহমেদ স্বপন ও রাজু ভুইয়া নামে দুজন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের মতে, সাওঘাট এলাকার বিসমিল্লাহ আড়ত নিয়ে সেলিম প্রধান এবং ব্যবসায়ী মুজিবুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মুজিবুর রহমান দাবি করেন, তিনি জমিটি চুক্তিভিত্তিক ভাড়া নিয়ে কাঁচাবাজারের আড়ত গড়ে তোলেন। অন্যদিকে, সেলিম প্রধান দাবি করেন, ভুয়া চুক্তিনামার মাধ্যমে জমি দখল করা হয়েছে।
সংঘর্ষের সূত্রপাত হয় চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী মিছিল থেকে। মিছিল চলাকালীন সেলিম প্রধানের বাড়ি থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া, গুলিবর্ষণ এবং সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে একটি জিপ গাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং ১০টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম যৌথবাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
রূপগঞ্জে আড়ত দখল নিয়ে সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত ২৫
-
স্টাফ রিপোর্টার
- ০৯:৩১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
- 180
জনপ্রিয়