নারায়ণগঞ্জের রূপগঞ্জে আড়ত দখল ও প্রভাব বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় এই সংঘর্ষে গুলিবর্ষণ, ইটপাটকেল নিক্ষেপ, গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সংঘর্ষে রাফি আহমেদ স্বপন ও রাজু ভুইয়া নামে দুজন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের মতে, সাওঘাট এলাকার বিসমিল্লাহ আড়ত নিয়ে সেলিম প্রধান এবং ব্যবসায়ী মুজিবুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মুজিবুর রহমান দাবি করেন, তিনি জমিটি চুক্তিভিত্তিক ভাড়া নিয়ে কাঁচাবাজারের আড়ত গড়ে তোলেন। অন্যদিকে, সেলিম প্রধান দাবি করেন, ভুয়া চুক্তিনামার মাধ্যমে জমি দখল করা হয়েছে।
সংঘর্ষের সূত্রপাত হয় চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী মিছিল থেকে। মিছিল চলাকালীন সেলিম প্রধানের বাড়ি থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে