০৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ঢাকা কলেজে সংবাদ সম্মেলন: প্রো-ভিসির পদত্যাগসহ ৬ দফা দাবি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে পদত্যাগের জন্য ৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে, রোববার রাতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিও জানিয়েছেন তারা।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার সদস্য সচিব সজিব উদ্দীন।

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা জানান, জনগণের দুর্ভোগ এড়াতে তারা সকালের ঢাকা অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন। তবে বিকেল ৪টার মধ্যে প্রো-ভিসি পদত্যাগ না করলে বা তাদের ছয় দফা দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো: ১. সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা চাইতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। ২. ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় জড়িত কর্মকর্তাদের প্রত্যাহার এবং বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। ৩. সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে অশালীন মন্তব্য করা ঢাবি শিক্ষার্থীদের বিচারের আওতায় আনতে হবে। ৪. সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে ২৪ ঘণ্টার মধ্যে রূপরেখা দিতে হবে। ৫. সাত কলেজের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষাসংক্রান্ত সমন্বয় করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক মিটিং করতে হবে। ৬. ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের দাবির দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ঢাকা কলেজে সংবাদ সম্মেলন: প্রো-ভিসির পদত্যাগসহ ৬ দফা দাবি শিক্ষার্থীদের

০২:৪২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে পদত্যাগের জন্য ৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে, রোববার রাতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিও জানিয়েছেন তারা।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার সদস্য সচিব সজিব উদ্দীন।

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা জানান, জনগণের দুর্ভোগ এড়াতে তারা সকালের ঢাকা অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন। তবে বিকেল ৪টার মধ্যে প্রো-ভিসি পদত্যাগ না করলে বা তাদের ছয় দফা দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো: ১. সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা চাইতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। ২. ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় জড়িত কর্মকর্তাদের প্রত্যাহার এবং বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। ৩. সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে অশালীন মন্তব্য করা ঢাবি শিক্ষার্থীদের বিচারের আওতায় আনতে হবে। ৪. সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে ২৪ ঘণ্টার মধ্যে রূপরেখা দিতে হবে। ৫. সাত কলেজের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষাসংক্রান্ত সমন্বয় করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক মিটিং করতে হবে। ৬. ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের দাবির দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।