“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়া ধুনটে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদ্্য়াপন উপলক্ষে র্যালী, ওয়াকাথন, মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধী ব্যক্তিদের ওয়াকাথন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ ইছামতি হলরুমে মুক্ত আড্ডা সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।
এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ ্আল কাফী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব হোসেন, বেসরকারি সংস্থা সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক খোকন মাহমুদ, ছাত্র সমন্বয়ক রুহুল আমীন নোমান ও তাছফিকুর রহমান।
উল্লেখ্য, মুক্ত আড্ডা শেষে ওয়াকাথন প্রতিয়োগীতায় ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ ও দুইজন ভিক্ষুককে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে পূনবার্সন হিসাবে বিপনি বিতান করা হয়।