বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশের অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় সোনাহাটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত বক্তব্য পাঠ করেন বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক প্রকৌশলী সাইফুল ইসলাম রনী।
নিমগাছী ইউনিয়ন কৃষকদলের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুক্তারের সঞ্চালনায় কৃষক সমাবেশে আরও বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজল-এ-খুদা তুইন, সাধারণ সম্পাদক মহসীন আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শামীম আহম্মেদ, সদস্য সচিব শাহাদত হোসেন, যুগ্ম আহ্বায়ক রাঙ্গা সরকার, আব্দুস সালাম, মুরাদ হোসেন, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান, ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, কৃষক আবু বকর, ফরিদুল ইসলাম, মগলু ও শফিকুল ইসলাম।