জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে পাঁচ দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব শুরু হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিমের উদ্বোধনের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ড. সাবিনা শারমিন, সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বেলাল হুসাইনসহ অন্যান্য অতিথিরা।
উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনের প্রশংসা করেছেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী সাগর দাস বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানার্জনের প্রতি আগ্রহ বাড়াবে এবং শিক্ষার পরিবেশ আরও সুন্দর হবে।”
ইংরেজি বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী নাসরিন নাহার বলেন, “ছোটবেলায় পড়া শিবিরের বইগুলো আবার এখানে দেখে ভালো লাগছে। এ আয়োজন আমাদের শৈশবের স্মৃতিগুলোকে ফিরিয়ে এনেছে।”
প্রকাশনা উৎসবে স্টল নেওয়া বিন্দু প্রকাশনির স্বত্বাধিকারী বলেন, “এই ধরনের উদ্যোগ ইসলামি বইয়ের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উৎসবের উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. মোঃ রেজাউল করিম বলেন, “বই মানেই জ্ঞান। ছাত্রসংগঠনগুলো যদি এ ধরনের উদ্যোগ চালিয়ে যায়, তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।”
ইসলামী ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আসাদুল ইসলাম বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শিবির সম্পর্কে সঠিক ধারণা পাবে এবং মিথ্যা প্রচারণার অসারতা অনুধাবন করবে।”
উৎসবে ৯টি স্টল বসেছে, যার মধ্যে শিবিরের নিজস্ব স্টল ৩টি। অন্যান্য স্টলগুলোতে ছিল বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি, বিন্দু প্রকাশনী, গার্ডিয়ান প্রকাশনী, সন্দীপন প্রকাশনী, এবং প্রচ্ছদ প্রকাশনী।