সচেতন চাষি ও সমৃদ্ধ কৃষি”—এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের আয়োজনে নকল ও ভেজাল ওষুধ ও কৃষি উপকরণের ক্ষতিকর প্রভাব বিষয়ে কৃষক, ডিলার এবং কৃষি কর্মকর্তাদের সাথে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় ধুনট উপজেলা কৃষি অফিসের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার উদ্বোধনী বক্তব্য দেন ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ছামিদুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর নাহান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরিফুর রহমান, সিনজেনটা বাংলাদেশ লিমিটেড ঢাকা অফিসের সিকিউরিটি ম্যানেজার জামাল হায়দার এবং বগুড়া এলাকার টেরিটরি কর্মকর্তা আল মুবিন।
সচেতনতা সভায় উপজেলা থেকে ৩০ জন কৃষক, ৪০ জন ডিলার এবং কৃষি কর্মকর্তাসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।