‘ফ্রেন্ডস্ এসোসিয়েশন’ এর উদ্যোগে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৮ টায় মোহনপুর বাজার থেকে ব্রিজ পর্যন্ত রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। পরে স্বেচ্ছাসেবীদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কুইজ প্রতিযোগিতায় প্রধান আলোচক ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সোনামুখী সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ হাবিবুল্লাহ রাকিব। অতিথি হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ দুলাল মিয়া। এতে আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস্ এসোসিয়েশন, মোহনপুরের সভাপতি সাগর আহমেদ ও সাধারণ সম্পাদক মিলন।
সালমা কলিমউদ্দিন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। বিজয়ীরা হলেন, মো. সাকিব হাসান, মো. সিয়াম এবং মো. জিহাদ।