বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ার ধুনটে অসহায় ও দুঃস্থ ১০০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্র নেতা প্রকৌশলী হুমায়ুন কবির রনির ব্যক্তিগত তহবিল থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার সদর ইউনিয়নের পাকুড়ীহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাবলু মণ্ডল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, যুবদল নেতা রতন মিয়া, লিখন মাহমুদ, ছাত্রদল নেতা একে মিনু, সিজান মাহমুদ, মাসুম রানা এবং শ্রমিকদল নেতা মিরাজ হোসেন।