বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় ধুনট পৌরসভা ফুটবল একাদশ বনাম ধুনট সদর ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহণ করে।
মঙ্গলবার বিকেল ৪টায় ধুনট সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, ধুনট সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ, ছাত্রদল নেতা আলম হাসান ও রাসেল মাহমুদ।
খেলা পরিচালনা করেন রবিউল করিম সুমন, আলম হাসান ও রানা মণ্ডল।
উল্লেখ্য, খেলায় ধুনট পৌরসভা ফুটবল একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে ধুনট সদর ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করে।