রাজশাহী সরকারি মহিলা কলেজে শুরু হয়েছে তিনদিনব্যাপী তারুণ্যমেলা। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে সোমবার দুপুরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ জুবাইদা আয়েশা সিদ্দিকা। পরে তিনি একে একে মেলার সব স্টল পরিদর্শন করেন। এ সময় কলেজের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
স্থানীয় ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতি এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে আয়োজিত এ তারুণ্যমেলায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও কলেজকেন্দ্রিক উদ্যোক্তারা বিভিন্ন পণ্য ও উদ্ভাবনী স্টল দিয়েছে। আয়োজক কলেজ কর্তৃপক্ষ জানায়, মেলায় ২২টি স্টল রয়েছে। এসব স্টলে পিঠাপুলি, হরেক রকম খাদ্যসামগ্রী, নকশি কাঁথা, শিক্ষা উপকরণ এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী সামগ্রী প্রদর্শন করা হচ্ছে।
এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক উৎসবেরও আয়োজন করা হয়েছে। এখানে কলেজের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করছেন। দলীয় ও একক সংগীতানুষ্ঠানের পাশাপাশি নৃত্য পরিবেশনও চলছে এ মেলায়। আগামী বুধবার এ মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।