০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

রেড ফ্ল্যাগ ওয়ার্নিং, লস এঞ্জেলসে আগুন বাড়তে পারে আবারও

লস এঞ্জেলসের দাবানল (photo: thegurdian.com)

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের দাবানলের আগুন বাড়তে পারে আবারও। এরই মধ্যে রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করেছে দেশটির ন্যকশানাল ওয়েদার সার্ভিস।

সোমবার (১৪ জানুয়ারি) থেকে শক্তিশালী হাওয়ায় আগুনের প্রবাহ আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। এদিন বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার হতে পারে। এই গতিবেগ গেল সপ্তাহের শুরুর হাওয়ার গতিবেগের সমান।

জানা যায়, এখনো তিনটি দাবানলে লস এঞ্জেলস জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন পাঁচ হাজার অগ্নিনির্বাপক বাহিনীর সদস্য। এই অঞ্চলে যে কয়েকটি জায়গা দাবানলে পুড়ছে এর মধ্যে অন্যতম প্যালিসেইডস, ইটন এবং হার্স্ট। প্যালিসেইডসে এখন পর্যন্ত দাবানলে ২৩০০০ একর জায়গা পুড়ে গেছে। ইটনে ১৪০০০ একর এবং হার্স্টে ৭৯৯ একর জায়গা দাবানলে পুড়েছে।

ব্যাপক সম্পদের ক্ষতির পাশাপাশি বেশ কিছু হতাহতের খবরও পাওয়া গেছে। নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে সরকারি বাহিনী। এখন অব্দি দাবানলে ২৪ জন প্রাণ হারিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

রেড ফ্ল্যাগ ওয়ার্নিং, লস এঞ্জেলসে আগুন বাড়তে পারে আবারও

০৮:৫৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের দাবানলের আগুন বাড়তে পারে আবারও। এরই মধ্যে রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করেছে দেশটির ন্যকশানাল ওয়েদার সার্ভিস।

সোমবার (১৪ জানুয়ারি) থেকে শক্তিশালী হাওয়ায় আগুনের প্রবাহ আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। এদিন বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার হতে পারে। এই গতিবেগ গেল সপ্তাহের শুরুর হাওয়ার গতিবেগের সমান।

জানা যায়, এখনো তিনটি দাবানলে লস এঞ্জেলস জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন পাঁচ হাজার অগ্নিনির্বাপক বাহিনীর সদস্য। এই অঞ্চলে যে কয়েকটি জায়গা দাবানলে পুড়ছে এর মধ্যে অন্যতম প্যালিসেইডস, ইটন এবং হার্স্ট। প্যালিসেইডসে এখন পর্যন্ত দাবানলে ২৩০০০ একর জায়গা পুড়ে গেছে। ইটনে ১৪০০০ একর এবং হার্স্টে ৭৯৯ একর জায়গা দাবানলে পুড়েছে।

ব্যাপক সম্পদের ক্ষতির পাশাপাশি বেশ কিছু হতাহতের খবরও পাওয়া গেছে। নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে সরকারি বাহিনী। এখন অব্দি দাবানলে ২৪ জন প্রাণ হারিয়েছেন।