“খেলাধুলায় অংশগ্রহণ করি, মাদকমুক্ত সমাজ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার ধুনটে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
পৌর এলাকার পশ্চিম ভরণশাহী যুব সমাজের আয়োজনে ও ধুনট ব্লাড ব্যাংকের সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী দুটি দল হলো বগুড়ার কাহালু একাদশ বনাম সিরাজগঞ্জ জেনিন একাদশ। খেলায় মোট ৮টি দল প্রতিযোগিতা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল। পৌর বিএনপির সহ-সভাপতি ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ধুনট মহিলা কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা সোলাইমান আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ক্রীড়াবিদ বেলায়েত হোসেন বেলাল, যুবদল নেতা মাহমুদুল হাসান সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরাফাত রহমান জনি, ছাত্রদল নেতা রাসেল মাহমুদ, এ কে মিনু ও মিলন মিয়া, স্বেচ্ছাসেবক রাসেল মাহমুদ প্রমুখ।