নিজস্ব সংবাদদাতা,ধুনট,বগুড়া
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় সেলিম রেজা (৩২) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নে জোলাগাঁতী শাহ সুফি হযরত পীরপাল বড় দেওয়ান (রাঃ) মাজার শরীফের কর্তৃত্ব নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বিরোধ রয়েছে। এ অবস্থায় শনিবার সকাল ৯টায় মথুরাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক গোবিন্দপুর গ্রামের সেলিম রেজা ব্যবসায়ীক কাজে জোলাগাঁতী মাজার এলাকায় যান। এসময় মথুরাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জোলাগাতী গ্রামের নাসির উদ্দিন ও তার লোকজন বিএনপি নেতা সেলিম রেজার উপর হামলা চালায়। হামলাকারীরা বিএনপি নেতা সেলিম রেজাকে মারপিটে আহত করে তার কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত সেলিম রেজাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সংবাদ পেয়ে সেলিম রেজার স্বজনরা ক্ষুব্ধ হয়ে হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনের ভাই ইয়াকুব আলীর বাড়িঘর ভাংচুর করেছে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ইয়াকুব আলী বলেন, বিএনপি নেতা সেলিম রেজাকে মারপিটের ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না। তারপরও সেলিমের লোকজন শত্রুতামুলক ভাবে আমার বাড়িঘর ভাংচুর করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও আহত বিএনপি নেতার চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।