বাংলাদেশ ক্রিকেটের সেরা ওপেনার তামিম ইকবাল অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টা ৩৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
পোস্টে তামিম লিখেছেন, “আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।”
দীর্ঘদিন ধরে অবসর নিয়ে ভাবছিলেন তামিম। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দল নির্বাচনে যেন কোনো জটিলতা তৈরি না হয়, সে কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার ভাষায়, “অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।”
মিডিয়ায় তার খেলা চালিয়ে যাওয়া নিয়ে আসা বিভিন্ন সংবাদের বিষয়ে তামিম বলেন, “বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে অনেক আগেই নিজেকে সরিয়ে নিয়েছি। তারপরও নানা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ একজন ক্রীড়াবিদের ব্যক্তিগত বিষয়। আমি নিজেকে সময় দিয়েছি এবং এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে।”
তামিম ইকবালের এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হিসেবে বিবেচিত হবে।