বগুড়ার ধুনটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ধুনট ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ভান্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ একেএম তৌহিদুল আলম মামুন।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মণ্ডল, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সাহিদ মাহমুদ সুমন, বিএনপির নেতা জহুরুল ইসলাম, সোলায়মান আলী সরকার, রেজাউল করিম দুলাল, কবির তালুকদার, নজরুল ইসলাম, জিএম সম্রাট, আব্দুল আলিম মিঠু, আবুল কালাম আজাদ, আব্দুস সালাম, বদিউজ্জামান তালুকদার মিলটন, যুবদল নেতা আবু তালহা শামীম, আব্দুল হালিম, ইয়াকুব আলী, রফিকুল ইসলাম, বিপুল হাসান, জিয়া পরিষদ নেতা সেলিম রেজা, কৃষক দল নেতা মুরাদ হোসেন, শ্রমিক দল নেতা বনি আমিন, শাহাদত হোসেন, দুলাল শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা রানা, তাঁতীদল নেতা আনিমুল ইসলাম পাঠান, আব্দুল আলিম, জাসাস নেতা নুরুন্নবী তালুকদার, ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান, জিন্নাহুর রহমান রাকিব এবং মোহাম্মদ বিপ্লব প্রমুখ।