০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত


সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে এ মানববন্ধনে বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, “গণমাধ্যমে সংবাদ প্রকাশের জন্য যদি সাংবাদিকরা হামলার শিকার হন, তা কখনোই কাম্য নয়। স্বৈরাচারী সরকারের আমলে সাংবাদিকদের ওপর যে নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেছে, সেই ধারা এখনও চলমান। সময় টিভির সজিবুর রহমান কেবলমাত্র সাংবাদিকতার জন্য হামলার শিকার হয়েছেন। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে। দেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা বাড়ছে। আমরা বর্তমান সরকারের কাছে স্বাধীন সাংবাদিকতার নিশ্চয়তা দাবি করছি।”

মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সাবেক সভাপতি আহসানুল করিম, সাবেক সহ-সভাপতি নকিব সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, দপ্তর সম্পাদক শামসুর রহমান, মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এইচ এম মইনুল ইসলাম, সাংবাদিক আকমল উদ্দিন সাখী, অলীপ ঘটক, আজাদুল হক, মোল্লা আব্দুর রব, এস এস সোহান, মামুন আহমেদ, আব্দুল্লাহ আল ইমরান, সৈয়দ শওকত হোসেন, মো. শহিদুল ইসলাম, তানজীম আহমেদ, আরিফুল ইসলাম জালাল, শেখ সোহেল, শেখ আবু তালেব এবং কামরুজ্জামান শিমুল।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সময় টিভির প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত

০৭:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫


সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে এ মানববন্ধনে বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, “গণমাধ্যমে সংবাদ প্রকাশের জন্য যদি সাংবাদিকরা হামলার শিকার হন, তা কখনোই কাম্য নয়। স্বৈরাচারী সরকারের আমলে সাংবাদিকদের ওপর যে নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেছে, সেই ধারা এখনও চলমান। সময় টিভির সজিবুর রহমান কেবলমাত্র সাংবাদিকতার জন্য হামলার শিকার হয়েছেন। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে। দেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা বাড়ছে। আমরা বর্তমান সরকারের কাছে স্বাধীন সাংবাদিকতার নিশ্চয়তা দাবি করছি।”

মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সাবেক সভাপতি আহসানুল করিম, সাবেক সহ-সভাপতি নকিব সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, দপ্তর সম্পাদক শামসুর রহমান, মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এইচ এম মইনুল ইসলাম, সাংবাদিক আকমল উদ্দিন সাখী, অলীপ ঘটক, আজাদুল হক, মোল্লা আব্দুর রব, এস এস সোহান, মামুন আহমেদ, আব্দুল্লাহ আল ইমরান, সৈয়দ শওকত হোসেন, মো. শহিদুল ইসলাম, তানজীম আহমেদ, আরিফুল ইসলাম জালাল, শেখ সোহেল, শেখ আবু তালেব এবং কামরুজ্জামান শিমুল।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সময় টিভির প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।