বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নের ১০০ দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদের ব্যক্তিগত তহবিল থেকে এ কম্বল বিতরণ করা হয়।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন, জাসাস নেতা রানা, মাহবুবুর রহমান মাবু, ইব্রাহীম হোসেন, সমাজসেবক শামসুল হক, মোমতার হোসেন, আল আমিন, আব্দুর রাজ্জাক প্রমুখ।
উল্লেখ্য, বিএনপির নেতা আপেল মাহমুদ বলেন, ধুনট ও শেরপুর উপজেলার প্রায় ২,৫০০ শীতার্ত মানুষের মাঝে পর্যায়ক্রমে কম্বল বিতরণ করা হবে।