০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ধুনটে বিএনপি নেতা ও আইনজীবী গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় চাঁদাবাজির অভিযোগে বাবার দায়ের করা মামলায় আইনজীবী রাজ্জাকুল কবির বিদ্যুৎ (৫০) এবং অন্য মামলায় তার বড় ভাই বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন (৬২) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাজ্জাকুল কবির বিদ্যুৎ ও রফিকুল ইসলাম শাহীন বেলকুচি গ্রামের রমজান আলীর ছেলে। রফিকুল ইসলাম শাহীন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

মামলার সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক রমজান আলী বেলকুচি গ্রামে বাড়ি নির্মাণের কাজ করছেন। তার ছেলে রাজ্জাকুল কবির বিদ্যুৎ ১৩ এপ্রিল বাবার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু চাঁদার টাকা না পেয়ে রাজ্জাকুল কবির বিদ্যুৎ ও তার লোকজন রাতে হামলা চালিয়ে বাবার বাড়ির আসবাবপত্র ও মোটরসাইকেল ভাঙচুর করে ১০ লাখ টাকার ক্ষতি করে।

এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চাঁদাবাজরা পালিয়ে যায়। এ ঘটনায় রমজান আলী বাদী হয়ে ১৪ এপ্রিল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রাজ্জাকুল কবির বিদ্যুৎসহ ১৪ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে, রফিকুল ইসলাম শাহীনের বিরুদ্ধে ২০০৯ সালের ২ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি রাজ্জাকুল কবির বিদ্যুৎ ও তার বড় ভাই রফিকুল ইসলাম শাহীনকে দুপুরের পর আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে বিএনপি নেতা ও আইনজীবী গ্রেফতার

১১:৫৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় চাঁদাবাজির অভিযোগে বাবার দায়ের করা মামলায় আইনজীবী রাজ্জাকুল কবির বিদ্যুৎ (৫০) এবং অন্য মামলায় তার বড় ভাই বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন (৬২) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাজ্জাকুল কবির বিদ্যুৎ ও রফিকুল ইসলাম শাহীন বেলকুচি গ্রামের রমজান আলীর ছেলে। রফিকুল ইসলাম শাহীন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

মামলার সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক রমজান আলী বেলকুচি গ্রামে বাড়ি নির্মাণের কাজ করছেন। তার ছেলে রাজ্জাকুল কবির বিদ্যুৎ ১৩ এপ্রিল বাবার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু চাঁদার টাকা না পেয়ে রাজ্জাকুল কবির বিদ্যুৎ ও তার লোকজন রাতে হামলা চালিয়ে বাবার বাড়ির আসবাবপত্র ও মোটরসাইকেল ভাঙচুর করে ১০ লাখ টাকার ক্ষতি করে।

এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চাঁদাবাজরা পালিয়ে যায়। এ ঘটনায় রমজান আলী বাদী হয়ে ১৪ এপ্রিল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রাজ্জাকুল কবির বিদ্যুৎসহ ১৪ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে, রফিকুল ইসলাম শাহীনের বিরুদ্ধে ২০০৯ সালের ২ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি রাজ্জাকুল কবির বিদ্যুৎ ও তার বড় ভাই রফিকুল ইসলাম শাহীনকে দুপুরের পর আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।