বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে, জাতীয় সংগীত, এসো হে বৈশাখ’ গান পরিবেশন, বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং লোকজ মেলার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং লোকজ মেলা অনুষ্ঠিত হয়।
এইসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহানা খাতুন, বীর মুক্তিযোদ্ধা এস.এম. ফেরদৌস আলম, ইউপি চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা এবং ধুনট জাহিদুল ইসলাম জুয়ের মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়াও ধুনট উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বৈশাখী শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পৃথকভাবে পালিত হয়েছে।