নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ ও ইসরাইলের নৃশংসতার প্রতিবাদে আজ সোমবার সকালে কান্তনগর বাজারে এক মানববন্ধন ও দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় সচেতন ছাত্র জনতা। সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্র, যুবক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ব্যানার, পোস্টার ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সহানুভূতি জানান এবং অবিলম্বে ইসরাইলের আগ্রাসন বন্ধের দাবি জানান।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, “ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, তা বিশ্ব মানবতার বিরুদ্ধে এক নির্মম আঘাত। আমাদের উচিত এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া।”
পরে নির্যাতিত ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত, শান্তি ও মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।