০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ধুনটে ভাতিজাকে গাছ কাটতে বাধা দেওয়ায় চাচিকে পিটিয়ে জখম

বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে বাড়ির সমীনা থেকে অবৈধভাবে গাছ কাটতে বাধা দেওয়ায় মল্লিকা ময়না (৫০) নামে এক গৃহবধূকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় শনিবার দুপুর ১টায় ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মল্লিকা ময়না উপজেলার বিলচাপড়ী গ্রামের আব্দুল্লাহ আকন্দের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিলচাপড়ী গ্রামের সরাফত আলীর ছেলে আব্দুল্লাহ আকন্দের বাড়ির সীমানায় বিভিন্ন ধরণের গাছ রয়েছে। একই গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে সাইফুল ইসলামের সাথে বাড়ির সীমনা নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুল্লাহর বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে শুক্রবার বিকেল ৫টায় সাইফুল ইসলাম ও তার লোকজন আব্দুল্লাহর বাড়ির সীমানা থেকে ২৫০টি বাঁশ, ২টি কাঠাল গাছ, ১টি সাজিনা গাছ ও ১টি জাম গাছ কেটে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি করে।

এই গাছ গুলো কাটার সময় আব্দুল্লাহর স্ত্রী মল্লিকা ময়না তাদের বাধা দেয়। এ সময় সাইফুল ইসলাম ও তার লোকজন মল্লিকা ময়নাকে পিটিয়ে আহত করে। আহত মল্লিকা ময়নাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আব্দুল্লাহ বাদি হয়ে সাইফুল ইসলাম সহ ৬ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, আব্দুল্লাহ আমার বাড়ির সীমানার জায়গা বেদখল করে গাছ লাগিয়েছে। কিন্তু আমাকে জায়গা ছেড়ে দিচ্ছে না। এ কারণে গাছ গুলো কেটে জায়গা দখল নিয়েছি। তবে গৃহবধূকে মারপিটের অভিযোগ সঠিক না।

ধুনট থানার ডিউটি অফিসার এসআই মোস্তাফিজ আলম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে ভাতিজাকে গাছ কাটতে বাধা দেওয়ায় চাচিকে পিটিয়ে জখম

০৭:২৩:২০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে বাড়ির সমীনা থেকে অবৈধভাবে গাছ কাটতে বাধা দেওয়ায় মল্লিকা ময়না (৫০) নামে এক গৃহবধূকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় শনিবার দুপুর ১টায় ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মল্লিকা ময়না উপজেলার বিলচাপড়ী গ্রামের আব্দুল্লাহ আকন্দের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিলচাপড়ী গ্রামের সরাফত আলীর ছেলে আব্দুল্লাহ আকন্দের বাড়ির সীমানায় বিভিন্ন ধরণের গাছ রয়েছে। একই গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে সাইফুল ইসলামের সাথে বাড়ির সীমনা নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুল্লাহর বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে শুক্রবার বিকেল ৫টায় সাইফুল ইসলাম ও তার লোকজন আব্দুল্লাহর বাড়ির সীমানা থেকে ২৫০টি বাঁশ, ২টি কাঠাল গাছ, ১টি সাজিনা গাছ ও ১টি জাম গাছ কেটে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি করে।

এই গাছ গুলো কাটার সময় আব্দুল্লাহর স্ত্রী মল্লিকা ময়না তাদের বাধা দেয়। এ সময় সাইফুল ইসলাম ও তার লোকজন মল্লিকা ময়নাকে পিটিয়ে আহত করে। আহত মল্লিকা ময়নাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আব্দুল্লাহ বাদি হয়ে সাইফুল ইসলাম সহ ৬ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, আব্দুল্লাহ আমার বাড়ির সীমানার জায়গা বেদখল করে গাছ লাগিয়েছে। কিন্তু আমাকে জায়গা ছেড়ে দিচ্ছে না। এ কারণে গাছ গুলো কেটে জায়গা দখল নিয়েছি। তবে গৃহবধূকে মারপিটের অভিযোগ সঠিক না।

ধুনট থানার ডিউটি অফিসার এসআই মোস্তাফিজ আলম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।