বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের পিড়াপাট ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে প্রিমিয়ার লীগ সিজন-১ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ৩টায় পিড়াপাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে এফএ সুপার স্টাইকারসকে হারিয়ে ই-লাইট ঈগলস ৩ উইকেটে জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সোনাহাটা ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফজল-এ-খুদা তুহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষক আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনা করেন নিমগাছী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন নিমগাছী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বনিজার রহমান বাটুল, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রহুল আমিন কিবরিযা, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জিন্নাহুর রহমান রাকিব, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক ফজলুল হক, সহ-সভাপতি ডাঃ মাহফুজার রহমান, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান, তরিকুল ইসলাম, রিপন মিয়া, মিনারুল ইসলাম, কৃষক দল নেতা শফিকুল ইসলাম, মগলু হোসেন, ছাত্রদল নেতা আল আমিন ও মেহেদী হাসান।