বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গমাটি গ্রামে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার, রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।
বিশিষ্ট শিল্পপতি আবু মোহাম্মাদ রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সহসভাপতি আনিছুর রহমান বাদশাহ, কমিশনার কাস্টম কামরুজ্জামান, সহকারি অধ্যাপক আল আমিন, বিএনপি নেতা আইয়ুব আলী, মোশারফ হোসেন, মাহফুজার রহমান, জহিরুল ইসলাম বিপ্লব, কবির হোসেন, শাহীন মাহমুদ, মশিউর রহমান মশি, ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন পিষ্টন, যুবদল নেতা ইয়াকুব আলী, রফিকুল ইসলাম, শ্রমিক দল নেতা দুলাল সেখ, ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, আসাদুল ইসলাম, শাহাদত হোসেন ও বিপ্লব।