বগুড়ার ধুনট উপজেলার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরিদ্র, অসহায়, দুস্থ ও বিধবা মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আয়োজিত এই মানবিক কার্যক্রমে প্রায় তিন শতাধিক পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার তুলে দেওয়া হয়।
মুন্নাফ হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো. রবিউল হাসান মণ্ডল। শামিল হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুর মোহাম্মাদ জুয়েল, আমির হোসেন, এসএম আনোয়ারুল হক ইকবাল, হাফেজ মেহেদী হাসান, আজিজুল হক বাবু, জাকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি মো. রবিউল হাসান মণ্ডল বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা চাল, তেল, চিনি, সেমাই ও লাচ্ছা বিতরণ করেছি। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আত্মিক শান্তি অনুভব করছি। ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত রাখতে চাই।” পাশাপাশি তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এ ধরনের মহতী কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
উপহার পাওয়া এক সুবিধাভোগী আবেগাপ্লুত হয়ে বলেন, “ঈদের আগে এই উপহার পেয়ে আমরা অনেক খুশি। আল্লাহর রহমতে আমাদের ঈদের আনন্দ পূর্ণ হলো।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম আরও প্রসারিত করার আহ্বান জানান।